ফরিদপুরের সদরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বসত বাড়ির আঙিনা থেকে ০৩ টি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। এসময় কেশব দাস (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৮মে) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত কেশব দাস জেলার সদরপুর উপজেলার ২২ রশি গ্রামের মৃত শংকর দাসের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শামীম হোসেন জানান, ০৮ জুন বিকাল ৪ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার সদরপুর থানাধীন ২২ রশি গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় আটককৃত কেশব দাসের বাড়ির আঙিনা থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব মো:দেলোয়ার হোসেন বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের এ ধারা আরো জোরদার করা হবে বলেও তিনি জানান।
একুশে সংবাদ/বিএইচ
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
