উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পৌরশহরের দেবগ্রাম ভোটকেন্দ্র থেকে প্রকাশ্যে ফিল্মিস্টাইলে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে কেন্দ্রের পেছনের একটি পুকুর থেকে ব্যালট বাক্সটি উদ্ধার করে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২১ মে) বিকেলে ভোট শেষ হওয়ার শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভূঁইয়ার সমর্থক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা ও তার ছোট ভাই শাহীন মোল্লা।
ছিনতাই হওয়া ব্যালট বাক্সটি পুকুরের পানি থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিন। তিনি বলেন, ব্যালট বাক্সে ভোটগুলো অক্ষত রয়েছে।
একুশে সংবাদ/য.টি/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

