AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঐতিহাসিক ‘চুকনগর গণহত্যা দিবস’


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,খুলনা
০৬:২১ পিএম, ২০ মে, ২০২৪
ঐতিহাসিক ‘চুকনগর গণহত্যা দিবস’

২০ মে-১৯৭১ সাল। মানব ইতিহাসের এক বৃহত্তম ট্র্যাজেডি বুকে বয়ে খুলনা জেলার চুকনগর প্রান্তরটি আজ ৫৩ বছর পূরণ করেছে। 
ঘটনার শুরু সকাল সাড়ে ১০টার দিকে। চুকনগর হলো ভদ্রাসহ আরও কয়েকটি সমুদ্রগামী নদীর সঙ্গমস্থল। একাত্তরের এপ্রিল-মে মাসে পাকিস্তানি সেনাদের অত্যাচারে এবং স্থানীয় দুর্বৃত্তদের আক্রমণে অতিষ্ঠ দক্ষিণ বাংলার নিপীড়িত লাখ লাখ সাধারণ সনাতন ধর্মাবলম্বী একযোগে দেশান্তরের সিদ্ধান্ত নেয়। শেষ সম্বল নিয়ে তারা চলমান শরণার্থী হিসেবে নদী পথে সীমান্তের নিকটবর্তী চুকনগর অঞ্চলে সমবেত হন। রাতে তারা দলে দলে সীমান্ত পাড়ি দিয়ে দেশান্তরী হতে থাকেন। এভাবে চুকনগর ট্রানজিট প্রান্তে হাজার হাজার শরণার্থী জমা হতে থাকে।

স্থানীয় পাকিস্তানপন্থী ও অবাঙালি বাস ড্রাইভারদের কাছ থেকে খবর পেয়ে সাতক্ষীরা পাকিস্তানি সেনা ঘাঁটি থেকে ১৯৭১ সালের ২০ মে সকালে একটি মিলিটারি ট্রাক ও জিপে করে একদল সেনা এসে অপেক্ষমাণ ও ক্রন্দনরত অসহায় মানুষগুলোর ওপর গুলিবর্ষণ করে। তাদের হাতে প্রথম শহীদ হন কৃষক ইনসান আলী। 

এরপর চার-পাঁচ ঘণ্টা ধরে এদের বুলেট ও গুলিগোলা চলে। সাধারণ মানুষ এখনও মনে করে, সেদিন লাখ শরণার্থী হতাহত হয়েছেন। পরে গবেষকদের অনুমিত হিসেবে শহীদদের সংখ্যা অন্তত ১০ হাজার বলে ধরা যায়। এত নাম মনে রাখবে কে? সমাহিত করা হবে কোথায়? তখন সব লাশ চুকনগর বাজারের পাশে বয়ে যাওয়া ভদ্রা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। সমুদ্রের জোয়ার-ভাটায় সে লাশ মাসখানেক পর্যন্ত ভাসতে থাকে।
এমন বিশাল হত্যাযজ্ঞের বিষয়টি আবার বাংলাদেশের মানুষজনও ভালো করে জানেনি। ২০২২ সালের ২০ মে এ হত্যাযজ্ঞের ঘটনাটি দেশজুড়ে তুলে ধরার উদ্যোগ নেন কতিপয় মুক্তিযোদ্ধা। 
এবার ‘আমরা একাত্তর’র প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা হিলাল ফয়েজীর নেতৃত্বে চুকনগর অভিযাত্রী দল শিশু-কিশোর, তরুণ সমাবেশ, স্মৃতিসৌধে পুষ্পার্পণ এবং ভদ্রা নদীতে হাজার হাজার পুষ্প-পাপড়ির শ্রদ্ধাঞ্জলি নিবেদনের কর্মসূচি নেওয়া হয়েছে।
ঐতিহাসিক ‘চুকনগর গণহত্যা দিবস’ উপলক্ষে সোমবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করে ১৯৭১ সালের ২০ মে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন ও গুলিতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদ।
এ সময় খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান (তৌহিদ), সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায় ও ডাঃ সামছুল আহসান মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ দীপংকর নাগ, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বিশ্বাস অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/সম./এসএডি

Link copied!