AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কয়রায় মসজিদের ইমামকে অপমান করায় ইউপি সদস্যকে গণধোলাই


Ekushey Sangbad
ইকবাল হোসাইন, কয়রা, খুলনা
০৯:৩০ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪
কয়রায় মসজিদের ইমামকে অপমান করায় ইউপি সদস্যকে গণধোলাই

খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুরকে গণধোলাই দিয়েছে স্থানীয় মুসল্লীরা। ১নং কয়রা গ্রামের আল-হেলাল জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউল্লাহকে রমজানের তারাবি নামাজের টাকা নিয়ে জনসম্মুখে অপমান করলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার (১৯ এপ্রিল) জুম্মার নামাজ শেষে রমজানের তারাবি নামাজের টাকা ভাগাভাগি নিয়ে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুর ওই মসজিদের ইমামকে মুসল্লীদের সামনে অপমান-অপদস্ত করে। এতে মুসল্লীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে মুসল্লীরা ওই ইউপি সদস্যকে গণধোলাই দেয়। 

স্থানীয় মুসল্লীরা অভিযোগ করে বলেন, মেম্বার কোহিনূর দুশ্চরিত্রের লোক। ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার জন্য ইউপি সদস্য অপচেষ্টা চালাচ্ছে। 

এ ব্যাপারে ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুরের নিকট জানতে চাইলে তিনি গণধোলাই এর ঘটনা অস্বীকার করে বলেন, তারাবির টাকা বিগত কয়েক বছর ইমাম সাহেব একাই নেন। ইমাম প্রায়ই সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দেন। আমি তার প্রতিবাদ করায় কিছু উচ্ছৃঙ্খল যুবক আমার উপর চড়াও হয়েছে।

এ ব্যাপারে মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউল্লাহর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি। ওই মসজিদের জুম্মার নামাজ শেষে তারাবির টাকা নিয়ে হট্টগোল হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!