AB Bank
ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় পটুয়াখালীতে বাস বন্ধ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,পটুয়াখালী
০৩:২০ পিএম, ১৮ এপ্রিল, ২০২৪
ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় পটুয়াখালীতে বাস বন্ধ

পটুয়াখালীতে ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানার প্রতিবাদে যান চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে ঢাকা-কুয়াকাটা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, দুপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএস নুরুল আখতার নিলয় অভিযানে নামেন। এসময় ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়ায় রুদ্র-তূর্য পরিবহনের একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। তবে শ্রমিকরা জরিমানা দিতে অস্বীকৃতি জানিয়ে সড়কে বাস আড়াআড়ি করে ঢাকা-কুয়াকাটা সড়কে যানবাহন চলচল বন্ধ করে দেন।

পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, ঈদের সময় হওয়ায় যাত্রী চাপ বেশি। সে কারণে কিছু বাসে দাঁড়িয়ে যাত্রী যাচ্ছে। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট সকাল থেকে প্রতিটি গাড়িকে ১০ হাজার টাকা করে জরিমানা করছেন। এ কারণে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে রয়েছে পুলিশের অতিরিক্ত ফোর্স সেখানে যাচ্ছে। আমরা বিষয়টি দেখছি।

 

একুশে সংবাদ/জা.নি/সা.আ

Link copied!