পাবনার ভাঙ্গুড়ায় সওদাগর পাড়া সমাজকল্যাণ সংস্থার আয়োজনে মেয়র ব্যাডমিন্টন টূর্নামেন্ট-২০২৪ এর পর্দা উঠছে আজ।সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হবে।
ভাঙ্গুড়া উপজেলার সওদাগর পাড়া সমাজকল্যাণ সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজক কমিটির সভাপতি ও ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরান বলেন, আমাদের তরুণদেরকে কীভাবে খেলাধুলায় আরো বেশি সম্পৃক্ত করাতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে আমাদের ভাঙ্গুড়া উপজেলার খেলোয়াড়রা কীভাবে দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারে, সেই চিন্তা-চেতনা ও পরিকল্পনাও আমরা সন্নিবেশ করছি।
একুশে সংবাদ/এস কে