AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিকল্প পথে সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা নেই


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কক্সবাজার
০৫:০৫ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
বিকল্প পথে সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা নেই

মিয়ানমারে অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে নিরাপত্তাজনিত কারণে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী সকল জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। তবে কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। তাই পর্যটকরা চাইলে বিকল্প পথ ব্যবহার করে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী সকল জাহাজ চলাচল বন্ধ রযেছে। তবে এটি সাময়িক সময়ের জন্য। যেহেতু মিয়ানমার সীমান্তে সংঘাতময় পরিস্থিতি চলমান রয়েছে।

তিনি আরও জানান, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত রযেছে। কেউ সেন্টমার্টিন ভ্রমণ করতে চাইলে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে জাহাজে ভ্রমণ করতে পারবেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলেও জানান কক্সবাজার জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

 

একুশে সংবাদ/স.আ.প্র/জাহা

Link copied!