শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানাধীন নবীনগর সাকিনস্থ জনৈক সাজু এর কলা বাগানের ভিতর গত ০৪/০২/২০২৪ খ্রিঃ তারিখ ১৬.৩৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর হইতে জুয়া খেলার সরঞ্জামাদী সহ ৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা ১। সহিজল (৬৫), পিতা-মৃত আঃ হক, সাং- কুসলনগর দক্ষিণপাড়া, ২। মোঃ বাতেন (৪২), পিতা-মৃত আঃ রউফ, সাং-জানকিপুর দিকপাড়া, ৩। মোঃ ইন্তাজ আলী (৫৫), পিতা- মৃত আকল হোসেন, সাং- জানকিপুর নতুন বাঁশকান্দা, ৪। মোঃ নূর রহমান (৩৮), পিতা- মৃত জামাতুল্লাহ, সাং- নিলাক্ষীয়া উত্তরপাড়া, ৫। মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা- মৃত হাবিবুর রহমান, সাং- কুলস নগর উত্তরপাড়া, ৬। মোঃ লিটন (৩০), পিতা-মোঃ শরাফত আলী, সাং-জানকিপুর তালুকপাড়া, ৭। মোঃ মনির (৬০), পিতা- মৃত জমশেদ আলী, সাং- নিলক্ষীয়া, সর্ব থানা- বকশীগঞ্জ, জেলা- জামালপুর, ৮। মোঃ সাদা মিয়া (৪১), পিতা- মৃত নওশেদ আলী, ৯। মোঃ এমতাজ আলী (৩৫), পিতা- মোঃ রমজ উদ্দিন, উভয় সাং- নবীনগর, থানা- শ্রীবরদী, জেলা- শেরপুর।
গ্রেফতারকৃত আসামি ও জুয়া খেলার সরঞ্জামাদী সহ অদ্য ০৫/০২/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ