চট্টগ্রামের ষোলশহর বস্তিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট।
আগ্রাবাদ কন্ট্রোল রুমের নিয়ন্ত্রণ কর্মকর্তা কফিল উদ্দিন সারাবাংলাকে জানান, সন্ধ্যা সাতটায় আগুন লাগার খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেছে। এখনও আগুন নেভানো যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।
তিনি আরও জানান, কোনো হতাহতের খবর এখনও পাইনি। কীভাবে আগুনের সূত্রপাত সেটা তদন্ত করে বলা যাবে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
