রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় পুলিশের চেকপোস্টে ৪৪ বোতল ফেনসিডিল সহ দুই যুবক গ্রেপ্তার।
পুলিশ জানায়, ফেনসিডিল সহ গ্রেপ্তার হওয়া দুই যুবক মাদক কারবারি ও তাদের মধ্যে একজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি দুই যুবক হলো, যশোরের চৌগাছা উপজেলার ছুটার হুদা এলাকার আলেমান খাঁ`র ছেলে মো. শহীদ (৩৫) ও একই উপজেলার দিঘরী এলাকার মো. মফিজ উদ্দিন এর ছেলে মো. মাসুম (২৫)।
উল্লেখ্য, মাদক কারবারি মো. মাসুম এর বিরুদ্ধে ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
থানা সূত্রে জানাযায়,শনিবার (০২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করে জননী পরিবহন নামক যাত্রীবাহী বাসের যাত্রীবেশী ঐ দুই মাদক কারবারির কাছ থেকে ৪৪ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে রোববার দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :