AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান



বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

ফরিদপুরের জেলার  সালথায় উপজেলার মাঝারদিয়া ইউপির কাগদি-স্বজনকান্দা এলাকায়  বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় প্রেমিকাকে মারধরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেমিকের নাম হাফিজুর মোল্যা (৪৫), সে স্থানীয় চানমিয়া মোল্যার পুত্র এবং দুই পুত্র সন্তানের জনক।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় তিন বছর যাবৎ হাফিজুরের সাথে ৩০ বছর বয়সী দুই সন্তানের জননী ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের বিভিন্ন সময়ে ওই তরুনীর সাথে হাফিজুর শারিরীক সম্পর্ক করে। বিয়ে করার আশ্বাস দিয়ে ৩০ নভেম্বর বৃহস্পতিবার রাতে হাফিজুর ওই তরুণীর সাথে দেখা করে বাড়িতে যেতে বলে। শুক্রবার সকালে তরুনী হাফিজুরের বাড়িতে অবস্থান নেয়। এসময় হাফিজুর, তার চাচা ছিরু মোল্যা ও পরিবারের সদস্যরা ওই তরুণীকে মারধর করে এবং বটি দিয়ে কোপ দেয়। হাফিজুরের এমন কর্মকান্ডে তার স্ত্রী প্রায় ৫/৬ মাস যাবত বাবার বাড়িতে থাকেন। গত পরশুদিন তিনি স্বামীর বাড়িতে আসছেন বলেও জানা যায়।

ওই তরুনী সাংবাদিকদের বলেন, প্রায় তিন বছরধরে হাফিজুরের সাথে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের কথা ও বিভিন্ন লোভ লালসা দিয়ে আমার সাথে শারিরীক সম্পর্ক করেছে হাফিজুর। ওর জন্য আমার ঘর-সংসার, জীবন-যৌবন সব শেষ। সে আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া গতি নাই। আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। হাফিজুর বাড়িতে না থাকায় তার মা জানায়, ওই তরুণীর সাথে আমার ছেলের কোন সম্পর্ক নাই, মারধরের কথা জিজ্ঞেস করলে তিনি বাড়িতে ছিলেন না বলে জানান।

এই বিষয়ে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছার মাতুব্বর বলেন, আমি বিষয়টি মাত্রই জানতে পারলাম। দেখি কি করা যায়।

সালথা থানা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শেখ সাদিক গণমাধ্যমকে বলেন, এই বিষয়ে আমরা কোন অভিযোগ পাই নাই। অভিযোগ প্রাপ্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একুশে সংবাদ/এস কে 

Link copied!