AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে কৃষ্ণের রাস উৎসব পরিদর্শন করেন এসপি মেহেদী হাসান


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
১১:০১ এএম, ২৯ নভেম্বর, ২০২৩

নড়াইলে কৃষ্ণের রাস উৎসব পরিদর্শন করেন এসপি মেহেদী হাসান

নড়াইলের শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে শ্রী শ্রী রাধারমন স্মৃতি তীর্থ মন্দিরে ৪৩ তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাস উৎসব-(২০২৩) অনুষ্ঠানে নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান পরিদর্শন করেন। এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসব।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এ সময়ে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, প্রতিটা ধর্মেই বলা আছে মানব ধর্মের কথা, প্রতিটি ধর্মেই দুটি কথা আছে যথা: সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা অর্থাৎ সৃষ্টিকর্তা একজন আছেন তা বিশ্বাস করা এবং সৎ কাজ করা অর্থাৎ মিথ্যা কথা না বলা, অন্যের সম্পদ গ্রাস না করা, জিনা/ব্যভিচার না করা, চুরি, ডাকাতি না করা ইত্যাদি । 

তিনি আরও বলেন, "বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। আমরা এই চেতনায় বিশ্বাসী। পরিশেষে যেকোন প্রোগ্রামে জেলা পুলিশ তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে সে প্রতিশ্রুতি ব্যক্ত করে পুলিশ সুপার তার বক্তব্য শেষ করেন।

এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, নড়াইল সদর থানা; অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম, জেলা গোয়েন্দা শাখা নড়াইলসহ নড়াইল জেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু, শেখহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!