AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০৯:২৮ পিএম, ৭ নভেম্বর, ২০২৩

ভাঙ্গায় আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক মানের মহাকাশ গবেষণা কেন্দ্র (মান মন্দির) পরিদর্শন করেন প্রকল্প পরিচালক খোকন কান্তি সাহাসহ তার সফর সঙ্গীরা।

 

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল থেকে সারাদিন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া নামক স্থানে মানমন্দির এলাকা পরিদর্শন করেন।

 

এসময় সফরসঙ্গী হিসেবে ছিলেন, অতিরিক্ত সচিব নাম জানা যায়নি, উপসচিব মোঃ শহিদুল হক পাটোয়ারী, ভাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া।

 

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন জানান, মহাকাশ গবেষণা কেন্দ্রের সীমানা সহ অন্যান্য বিষয়গুলো  দেখার জন্যই স্যারেরা এসেছিলেন। সীমানা প্রাচীর  সহ সার্বিক দিক ঠিকঠাক আছে কিনা বিষয়গুলো খোঁজখবর নিয়েছেন।

 

প্রজেক্ট নির্মাণে বিলম্ব হওয়ার কারণ উল্লেখ করে তিনি আরো বলেন, প্রজেক্ট ভরাট ও নির্মাণের বিষয়ে ব্যয় ভার বেড়ে যাওয়ায় কাজ করতে বিলম্ব হচ্ছে। এ সকল বিষয় দেখতেই তারা ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

 

এ বিষয়ে ভাঙ্গা  উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, ঘঠনাস্থলে যাতায়াতের পরিবেশ, রাস্তাঘাট, সীমানা প্রাচীর, আশপাশের এলাকা,  মাটি ভরাট সহ অন্যান্য কাজ কিভাবে টেন্ডার দেওয়া সে বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে।

 

একুশে সংবাদ/সা.শ.প্র/জাহা

Shwapno
Link copied!