AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
হাজী আঃ করিম ও সামর্তবান ফাউন্ডেশনের পক্ষে

ভ্যান-সিলাই মেশিন বিতরণে- এম,পি নিক্সন চৌধুরী


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০৬:৪৫ পিএম, ৫ নভেম্বর, ২০২৩
ভ্যান-সিলাই মেশিন বিতরণে- এম,পি নিক্সন চৌধুরী

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মরহুম হাজী আব্দুল করিমের নামে একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক একটি প্রতিষ্ঠান নামকরণ করা হয়েছে। যার নামকরণ হয় হাজী আব্দুল করিম ও সামর্তবান বেগম ফাউন্ডেশন নামে। এক বছর পূর্তি উপলক্ষে ৫ নভেম্বর (রবিবার) দিনব্যাপী  প্রতিষ্ঠানটি,নগদ অর্থ, পোশাক, রোজাদারদের ইফতার করানো, সেলাই মেশিন  ও ব্যাটারি চালিত অটোভ্যান বিতরণ, আলোচনা সভা ও ওয়াজ মাহফিল দেওয়াসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। 

সেলাই মেশিন ও ব্যাটারি চালিত ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান,এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিম উদ্দিন প্রমূখ। সভাপতিত্ব করেন, স্থানীয় ঘারুয়া ইউপি  চেয়ারম্যান মোহাম্মদ মনসুর আহমেদ মুন্সী।

প্রথম পর্বে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার মোঃ রফিকুল ইসলাম তার স্বাগত বক্তব্যে বলেন,

সংগঠনটি ইসলামের সৌন্দর্য নিয়ে কাজ করা এক অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান। 

প্রথম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে প্রথম বছরে মরহুম প্রতিষ্ঠাতার পরিবারের আট ছেলে-মেয়েরা সম্পূর্নরুপে নিজস্ব অর্থায়নে  প্রান্তিক মানুষের সত্যিকারের ভাগ্য পরির্তনের জন্য প্রতিষ্ঠাতা মরহুম হাজী আব্দুল করিম মিয়ার অসমাপ্ত কাজ গুলি সমন্বয়ে ইতোমধ্যে পাঁচটি প্রকল্প হাতে  নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে।

 প্রথম প্রকল্পে আওতায়, বিনা মূল্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা।

 দ্বিতীয় প্রকল্প, বিনা মূল্য রোজাদারদের জন্য মানসম্মত ইফতার  বিতরণ করার সুবিধাভোগীর সংখ্যা প্রায় ১২৫০ জন।

 তৃতীয় প্রকল্প হচ্ছে- স্বাবলম্বি ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২৭ জন সুবিধাভোগী ব্যক্তিকে নগদ অর্থ বিতরণ, ৫২ জন সুবিধাভোগীর সাঝে পোশাক (ড্রেস) বিতরণ, এমন ৭৯জন সুবিধাভোগীদের মাঝে ইতোমধ্যে নগদ অর্থ ও ড্রেস বিতরণ করা হয়েছে।  আজ ৫ নভেম্বর মোট ২১ জন সুবিধাভোগীর মাঝে চারটি নতুন ব্যাটারীচালিত ভ্যানগাড়ী সহ ১৭টি সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।

 চতুর্থ প্রকল্পের আওতায় রয়েছে  শিক্ষাবৃত্তিঃ এখনো শুরু হয়নি, তবে প্রাথমিক কার্যক্রম চলমান (শিঘ্রই শুরু হবে)।

৫ম প্রকল্পের আওতায় অন্যান্য সকল কার্যক্রম খাতে ইতোমধ্যে প্রায় ৬৫ জন সুবিধাভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

অত্র ফাউন্ডেশন বিগত এক বছরে ইতোমধ্যে  ১৪১৬ জন সুবিধাভোগী ব্যক্তিদের মাঝে অত্র প্রতিষ্ঠান প্রায় ১১ লক্ষ ৩১ হাজার টাকার সম্পদ বিতরণ করতে সক্ষম হয়েছে। 

 প্রথমে অতিথিদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরন করা হয়।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরাআন তেলওয়াতে মাধ্যমে।

 দ্বিতীয় পর্বে ওয়াজ মাহফিল ও দোয়ার মাধ্যমে দিবসটি পালিত হয়। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!