কুমিল্লায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি নুরুল হক তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের আমান উল্লাহ`র ছেলে।
সোমবার (২৩অক্টোবর) সকাল ৯টায় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস। এর আগে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস জানান, এসআই পুষন সাহা সঙ্গীয় ফোর্স সহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিয়ারকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি জিআর- ২৯২/২০০২ (দায়রা- ২২৮/২০০৩) এর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ১০০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩(তিন) মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি। বিধি মোতাবেক আজকে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ