AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরের ঝিনাইগাতীতে এমপির সংবাদ বর্জন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, শেরপুর
০৪:৫২ পিএম, ১৬ অক্টোবর, ২০২৩

শেরপুরের ঝিনাইগাতীতে এমপির সংবাদ বর্জন

শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁনের অনুষ্ঠান বর্জন করলেন ঝিনাইগাতীতে কর্মরত সংবাদিকরা।

সোমবার (১৬ অক্টোবর)  সকালে উপজেলা কৃষি অফিসের সামনে ভিজিডি কার্ডধারীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে কৃষকলীগ, ঝিনাইগাতী উপজেলা শাখা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন। ওই অনুষ্ঠানে ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের আমন্ত্রণ না করায় সকল সাংবাদিকরা ওই এমপি‍‍`র সংবাদ বর্জন করার সিদ্ধান্ত গ্রহন করেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, গত প্রায় ১৫ বছর যাবৎ সাংবাদিকদের মূল্যায়ন না করায় কর্মরত সাংবাদিকরা এমপির অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন।

সাংবাদিকরা আরো জানান, সংসদ সদস্য এ কে.এম ফজলুল হক চাঁন ঝিনাইগাতী উপজেলা আ‍‍`লীগের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকদের বাদ দিয়ে নিজস্ব বলয় তৈয়ের করে সকল কর্মকান্ড চালিয়ে আসছে।

এছাড়া গত প্রায় ১৫ বছরে সাংবাদিকদের কোন মূল্যায়ন করা হয়নি। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনাকে কেন্দ্র স্থানীয় সাংবাদিকরা সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁনের সংবাদ বর্জনের ঘোষণা করেন।

একুশে সংবাদ/বিএইচ/এসআর
 

Link copied!