নওগাঁর নিয়ামতপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃংখলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় থানা কমপ্লেক্স ভবনের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠি হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, যুগ্ন সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা প্রেস কাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহকারী পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন, ফারুক হোসেন।
এবারে নিয়ামতপুর উপজেলায় ৬২ট পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/ই.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :