প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন বোদা উপজেলার মোঃ আনিছুর রহমান। তিনি বড়ুয়াপাড়া (নতুনহাট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।
আনিছুর রহমান ২০১০ সালে জোত দেবীকান্ত সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। বর্তমানে তিনি বড়ূয়াপাড়া (নতুনহাট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বোদা উপজেলা পর্যায়ে ২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
একুশে সংবাদ/ল.ম.প্র/জাহা