জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ ময়মনসিংহের নান্দাইলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক-২০২৩ নির্বাচিত হয়েছেন উপজেলার চরলক্ষিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বছির উদ্দিন আকন্দ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য তাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
বছির উদ্দিন আকন্দ এ নিয়ে দ্বিতীয়বার নান্দাইল উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৯ সালে উপজেলা ও জেলায় তিনি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হন।
প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ পুরুষ এবং মহিলা সহকারী শিক্ষকদের আলাদা ক্যাটাগরিতে নির্বাচিত করা হয়।এতে ধলাপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিছ আক্তারকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা,বিষয়ভিত্তিক জ্ঞান,শৃঙ্খলা, দায়িত্ববোধ,সময়ানুবর্তিতা,শ্রেণিকক্ষে পাঠদান,পাঠটিকা,নিয়মানুবর্তিতা,সৃজনশীল উদ্যোগ, বিদ্যালয়ের কাজে দক্ষতা যাচাই-বাছাই করে বছির উদ্দিন আকন্দকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করা হয়।
বছির উদ্দিন আকন্দ ২০০৩ সাল থেকে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি গণিত অলিম্পিয়াড ও ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনার। এছাড়া বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক ও সৃজনশীল কাজের মাধ্যমে ইতোমধ্যে তিনি যথেষ্ঠ সুনাম কুড়িয়েছেন।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী,দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে তার।
প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল বলেন,শিক্ষা অধিদপ্তরের কাইটেরিয়া অনুযায়ী উপজেলা বাছাই কমিটি ক্যাটাগরি অনুযায়ী নম্বর বিভাজনের মাধ্যমে মৌখিক পরীক্ষা গ্রহণ করার পর নাম্বারের ভিত্তিতে ফলাফল ঘোষনা করা হয়েছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :