AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জের ইটনায় ৬ নৌ ডাকাত গ্রেফতার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ
০৩:৪৫ পিএম, ৩১ আগস্ট, ২০২৩
কিশোরগঞ্জের ইটনায় ৬ নৌ ডাকাত গ্রেফতার

কিশোরগঞ্জের ইটনায় ৬ নৌ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে ইটনা উপজেলা বড়িবাড়ি ইউনিয়নের কাটখাল এলাকায় ধনু নদীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন- ইটনা উপজেলার এলংজুড়ি সোনাকান্দা গ্রামের মামছুল মিয়ার পুত্র তাইজুল ইসলাম (২৭), এলংজুড়ি মর্দাপাড়া এলাকার রমজান আলীর পুত্র পলাশ মিয়া (৩৫), মিঠামইন উপজেলার সোনাপুর গ্রামের মোঃ হানিফ মিয়ার পুত্র মোঃ ইব্রাহিম মিয়া (৩৮), একই উপজেলা অলুয়া গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র মোঃ উজ্জল মিয়া (৪১), মহিষার কান্দি গ্রামের মোঃ মতিউর রহমান পুত্র মোঃ নূর আলম (৩০), ইটনা উপজেলার এলংজুড়ি মনসন্তোষপাড়া গ্রামের তোতা মিয়ার পুত্র নাজিম উদ্দিন (৪৫)।

 

এ বিষয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ (অর্থ ও প্রশাসন) মোস্তাক সরকার সাংবাদিকদের প্রেস ব্রিফিয়ের মাধ্যমে বিষয়টি অবহিত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আল আমিন হোসাইন, সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) সামুয়েল মারমা, ইটনা থানার পুলিশ পরিদর্শক  আহসান হাবীব।

 

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজার নৌকা ঘাট থেকে ইঞ্জিনচালিত ট্রলার যোগে করিমগঞ্জ থানাধীন চামড়াঘাটে যাওয়ার পথে বড়িবাড়ি ইউনিয়নস্থ কাটকাল নামক স্থানে ধনু নদীতে পৌঁছামাত্র ২টি ট্রলারে ১০/১৫ জন ডাকাত দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে যাত্রীবাহী ট্রলারটিকে আটক করে যাত্রীদের মারপিট করে নগদ ১ লাখ ৩৬ হাজার টাকা, ১০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন নিয়া যায়।

 

উক্ত বিষয়ে ইটনা থানায় একটি ডাকাতি মামলা হয়। পরে বৃহস্পতিবার সকালে কাটখাল এলাকার ধনু নদীতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার, চাপাতি, রামদা, লোহার পাইপ, হাঁসুয়া, বাঁশের লাঠি, টর্চলাইট, প্লাস্টিকের চটের বস্তা ও নগদ বাইশ হাজার সাতশত জব্দ করা হয়েছে।

 

একুশে সংবাদ/আ.র.প্র/জাহা

Link copied!