ফরিদপুরের বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগম উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের কৃষক সৈয়দ শওকত আলীর স্ত্রী।
জানা যায়, স্বামী সৈয়দ শওকত আলী বাড়ি থেকে একটু দূরে মাঠে কাজ শেষে দুপুর দেড়টার দিকে বাড়িতে ফেরেন। স্ত্রী নাসিমা বেগমকে অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজির পরে গোয়াল ঘরে বাঁশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশ বোয়ালমারী থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, নাসিমা বেগম মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার জরুরি বিভাগে কর্তব্যরত উপ-পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ বলেন, সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল ফরিদপুর মর্গে পাঠানো হবে।
একুশে সংবাদ/স.চ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

