জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল ১৫ আগস্ট (মঙ্গলবার) ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দরে আমদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দু` দেশের যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বন্দরে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ওপারের ব্যবসায়িসহ সংশ্লিষ্ট সকলকে বিজ্ঞপ্তির মাধ্যমে অবগত করা হয়েছে।
আগামী ১৬ আগন্ট (বুধবার) বন্দরে পুনরায় কার্যক্রম শুরু হবে আরো জানান বন্দরের এ ব্যবসায়ি নেতা।
উল্লেখ্য দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানিকারক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরারাজ্যসহ পূর্বাঞ্চলের সাতটি পাহাড়ি রাজ্যে অর্ধশতাধিক জাতের পন্য রপ্তানি হয়।
একুশে সংবাদ/এ.খ.প্র/জাহা