গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পায়েল নামের এক কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর বাজিদপুর গ্রামের এক দিনমজুর ও তার স্ত্রী বৃহস্পতিবার তার সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে বাড়ীতে রেখে জীবিকার তাগিদে বাড়ীর বাহিরে অবস্থানকালে পার্শ্ববর্তী বাড়ীর জাহিদুল ইসলামের ছেলে পায়েল ওই শিশু কন্যাকে প্রলোভন দিয়ে নিজ বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে মুখচেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে ঘরের বাহিরে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে প্রতিবেশীরা শিশুটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায় এবং তার বাবা-মাকে খবর দেয়। এ খবর পেয়ে শিশুটির বাবা-মা গ্রামবাসীদের সহায়তায় শিশুটিকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ট করেন।
দরিদ্র শিশুটির বাবা মা শিশুটিকে নিয়ে যখন উন্নত চিকিৎসার জন্য বগুড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হন পথে ফাঁসিতলা এলাকায় অভিযুক্ত কিশোর পায়েলের বাবা ও মা বাঁধা দেন। মিমাংসায় বসাসহ এবং স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য চাপ সৃষ্টি করে। এরি একপর্যায়ে ফের স্থানীয়দের সহায়তায় শিশুকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের হয়। শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পায়েলকে গ্রেপ্তার করে।
রোববার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত পায়েলকে আজ রোববার আদালতে সোপর্দ করা হবে।
একুশে সংবাদ/মা.স.প্র/জাহা
আপনার মতামত লিখুন :