চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে, শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ মাধ্যমে দিনটি পালিত হয়েছে।
আজ শনিবার (৫ আগস্ট) চন্দনাইশ উপজেলা কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু,সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী মুক্তিযোদ্ধা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । পরে ১৯৭৫ সালের ১৫;ই আগষ্ট কালোরাতে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থপরিবারে শাহাদাত বরণ কারী সকলের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/আ আ সে /স ক