ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গলায় ফাঁস দিয়ে শমলা বেগম (৭৮) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সরাইল থানার পুলিশ।
বুধবার (২৬ জুলাই) সকাল ৮টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
শমলা বেগম ওই গ্রামের মৃত তালু হোসেনের স্ত্রী। তার দুই ছেলে সৌদি আরব প্রবাসী।
সৌদি আরব প্রবাসী শমলা বেগমের ছেলে কালা মিয়া মুঠোফোনে বলেন, রাতে এশার নামাজ পড়ে মা তার রুমে ঘুমিতে যায়। সকাল ৮টায় আমার বড় ভাই সুলেমান মাকে খাবারের জন্য ডাক দিতে গিয়ে দেখেন ফাঁসির দড়িতে ঝুলছে। জীবিত আছেন ভেবে তারা মাকে ফাঁসির দড়ি থেকে খুলে দেখেন মা মারা গেছেন। আমার মা পাগলাটে টাইপের রাগী ও জেদি মানুষ ছিলেন। অনেকটা মানসিক রোগীই বলা যায়। যা মন চাইতো তাই করতো। হয়তো পাগলামির বশবর্তী হয়েই একাজ করেছেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে জানান, শমলা বেগম টিনের ঘরে গলায় ফাঁস দিয়েছে। তিনি অনেকটা মানসিক সমস্যা ছিল। ছেলেরা বিদেশে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/আ.ও.প্র/জাহা
আপনার মতামত লিখুন :