কিশোরগঞ্জের হোসেনপুরে চারাগাছ রোপনকে কেন্দ্র করে মাহমুদ হাসান ওরফে আলমগীর (৩০) ও নাদিরা (২১) সহোদর ভাই-বোনকে কুপিয়ে খুন করা হয়েছে। গুরুতর আহত আছেন আরো তিন জন।
এ বিষয়ে (১৪ জুলাই) মোহাম্মদ আবদুল কাদির (৪৪) কে প্রধান আসামী করে নাদিরার বাবা সামসুল ইসলাম হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হোসেনপু্র থানা মামলা নং -০৪। এ ঘটনায় ১৫ জুলাই মো: ইমরানকে লালমনির হাট জেলার কালিগঞ্জ এলাকা ও আরমান মিয়া এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু সহ ৩জনকে করিমগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রবিবার কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক প্রেস ফ্রিফিংএর মাধ্যমে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত বুধবার বিকালে মামলার প্রধান আসামী মো: আব্দুল কাদির চারাগাছ রোপন করে। পরের দিন বিবাদী অবশিষ্ট চারাগাছ রোপন করতে গিয়ে দেখে পূর্বের রোপনকৃত চারাগাছ উপরিয়ে ফেলছে। তখন আব্দুল কাদিরের পক্ষ ক্ষিপ্ত হয়ে বাদীপক্ষকে গালাগাল করলে এক পর্যায় হতাহতের ঘটনা ঘটে।
উক্ত সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন।
একুশেসংবাদ.কম/আ.র.ভূ/বিএস
আপনার মতামত লিখুন :