AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে বিতর্ক প্রতিযোগীতা



নালিতাবাড়ীতে বিতর্ক প্রতিযোগীতা

শেরপু‌রের না‌লিতাবাড়ীতে ‘দা‌রিদ্রই দুর্নী‌তির মূল কারণ’ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনু‌ষ্ঠিত হয়ে‌ছে। এ‌তে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহ‌ণে বিত‌র্কের প‌ক্ষে মা‌লি‌ঝি ও বিপক্ষে ভোগাই দল অংশগ্রহণ ক‌রে।

 

  রোববার (২৫ জুন) সকা‌লে  উপ‌জেলা দুর্নী‌তি প্রতি‌রোধ ক‌মি‌টির আ‌য়োজ‌নে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ‌ণে এই বিতর্ক অনু‌ষ্ঠিত হয়।

 

এ‌তে মডারেটরের দায়িত্ব পালন করেন নালিতাবাড়ীর দুপ্রকের সভাপ‌তি সাংবা‌দিক এমএ হাকাম হীরা। বিচারকের দায়িত্ব পালন করেন সহ সভাপ‌তি জোবায়দা খাতুন, শিক্ষক  ও ক‌বি কো‌হিনূর রুমা, দুপ্রকের সদস্য ক্লো‌ডিয়া নক‌রেক কেয়া।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন দুর্নী‌তি দমন ক‌মিশনের উপ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ , ‌জিয়াদুল ইসলাম,তারাগঞ্জ বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক কাজল, উপ‌জেলা মাধ্যমিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক ম‌শিউর রহমান, শিক্ষক জা‌হিদুল ইসলাম, নালিতাবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বিপ্লব দে কেটু প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন দুপ্রকের সাধারণ সম্পাদক ও না‌লিতাবাড়ী প্রেসক্লা‌বের সভাপ‌তি  আবদুল মান্নান সো‌হেল।

 

 এতে বিপক্ষ দল ভোগাই জ‌য়ী হয়। প‌রে দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিপক্ষ ভোগাই দলের দল‌নেতা সা‌বিহা সুলতানা সেরা বক্তার পুরস্কার গ্রহণ ক‌রেন।

 

একুশে সংবাদ.কম/আ.ম/বিএস

Shwapno
Link copied!