লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার (১ জুন) সকাল থেকে সন্ধায় পর্যন্ত জেলার রামগতি উপজেলার ব্রীজঘাট ও বয়ারচর সুইচের খাল সংলগ্ন এলাকার মেঘনা নদীতে, কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মুজতবা পেটির নেতৃত্বে অভিযান চালিয়ে ৮টি ইঞ্জিন চালিত মাছ ধরা নৌকা থেকে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ৬টি বেহুন্দি জাল, ৮টি চায়না দূয়ারি জালসহ ২ হাজার মিটার মশারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি, ৪৫ লাখ টাকা। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা রেখে পালিয়ে যায়।
বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান শেষে রামগতি উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন এর নির্দেশে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জাল বহনকারী নৌকার প্রকৃত মালিকদের মুচলেকা নিয়ে নৌকাগুলো হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ.কম/র.ই.খা/বিএস
আপনার মতামত লিখুন :