AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা


Ekushey Sangbad
লালপুর উপজেলা প্রতিনিধি, নাটোর
০৭:০৫ পিএম, ২০ মার্চ, ২০২৩
লালপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

লালপুরে চারধাপে ৬২৯ জনকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের মাধ্যমে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

 

এ উপলক্ষ্যে সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে কনফারেন্সে সর্বশেষ ১৫৫টি পরিবারকে পুনর্বাসনের মধ্যে দিয়ে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে লালপুরকে ঘোষণা করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহক আলী , ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মনি,  উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, উপজেলা প্রকৌশলী মাহাবুব হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাফুজুর রহমান প্রমূখ।

এব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, ২০১৯ সাল থেকে শুরু হওয়া প্রকল্পে উপজেলায় “ক” শ্রেণির তালিকাভুক্ত ৩ কোটি টাকা মূল্যের ১১.৫ একর খাস জমি উদ্ধার করে প্রথম দফায় ৪২টি, দ্বিতীয় দফায় ৫০ টি, তৃতীয় দফায় ১৪২টি, চতুর্থ দফায় ১৫৫টি ও সেনাবাহিনীর তত্বাবধানে রসুলপুর আশ্রয়ণ প্রকল্পে ৪৮ ব্যারাকে ২৪০ জন সহ চার দফায় মোট ৬২৯ টি পরিবারকে পুনর্বাসনের জন্য আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদানের মাধ্যমে আর কোনো ব্যাক্তি বা পরিবার না থাকায় আগামী ২২মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গৃহ হস্তান্তর ও লালপুর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণার কার্যক্রম এর শুভ উদ্বোধন করবেন।

একুশে সংবাদ.কম/এ.ই/বি.এস

Link copied!