ঢাকা শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. পডকাস্ট

চুয়াডাঙ্গায় তুলার কারখানায় অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা
০৩:২৭ পিএম, ৩০ নভেম্বর, ২০২২
চুয়াডাঙ্গায় তুলার কারখানায় অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

চুয়াডাঙ্গায় তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক দাবি করেছে।

 

বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্সের সামনে মেসার্স সুজন ট্রেডার্সের তুলা কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়নি।

 

কারখানা মালিক আরিফুর রহমান সুজন জানান, প্রতিদিনের মতো কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। দুপুর ১ টার দিকে তুলার মেশিনে ঝুট দিলে লোহার সাথে ঘর্ষণের ফলে আগুনের ইস্ফুলিঙ্গ তৈরী হয়। তার থেকে তুলায় আগুন লাগে। পাশাপাশি দুইটা গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

 

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তার তুলা, সেখানে থাকা কাপড়ের ঝুট ও সবগুলো মেশিন পুড়ে গেছে। এতে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

 

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনে লোহার ঘর্ষণের ফলে আগুনের সুত্রপাত ঘটতে পারে।

 

একুশে সংবাদ/হা.নি.প্রতি/পলাশ