AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাইড্রোজেন পার-অক্সাইডে এসিড বৃষ্টি সৃষ্টিকারী কোনো উপাদানই নাই: পল্লব


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,চট্টগ্রাম
০১:১২ পিএম, ৬ জুন, ২০২২
হাইড্রোজেন পার-অক্সাইডে এসিড বৃষ্টি সৃষ্টিকারী কোনো উপাদানই নাই: পল্লব

আলোচিত ঘটনা চট্টগ্রাম সীতাকুণ্ড ট্যাজিডি বা সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে প্রচুর পরিমাণে ‘হাইড্রোজেন পার-অক্সাইড’ নামের দাহ্য রাসায়নিকের মজুত থাকার কথা বলেছেন উদ্ধারকর্মীরা। সেখানে হাইড্রোজেন পার-অক্সাইড লেখা অনেক কনটেইনার পাওয়া গেছে। রবিবার (৫ জুন) বিস্ফোরক পরিদফতর বলছে, যদি নিশ্চিতভাবেই এটা হাইড্রোজেন পার-অক্সাইড হয়ে থাকে, তাহলে এর অনুমোদন বিস্ফোরক পরিদফতর দেয় না। এমনকি কেমিক্যালটি যে হাইড্রোজেন পার-অক্সাইড তা এখন নিশ্চিত হওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিস্ফোরক পরিদপ্তরের বিস্ফোরক পরিদর্শক আব্দুল হান্নান।

 

আগুন লাগার পর থেকে সেখানে রাসায়নিকের উপস্থিতির কথা বলছিলেন উদ্ধারকর্মীরা। পরে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, ‘কনটেইনার ডিপোটিতে বিপুল পরিমাণ হাইড্রোজেন পার-অক্সাইড কেমিক্যাল রয়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটলো, তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু কাছাকাছি যাওয়া যাচ্ছে না।’

 

তবে এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বয়ে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের গুজব, আলোচনা-সমালোচনা। নেটিজেনদের মধ্যে আলোচনার মূল বিষয় এখন ''হাইড্রোজেন পারঅক্সাইড দাহ্য না'কি না" তা নিয়ে বিভিন্ন মন্তব্য ভেসে বেড়াচ্ছে। তেমন একটি মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা চলছে। মন্তব্যটি ছিল, 'আগুনের ঘটনাস্থলের আশেপাশে আছেন তারা কেউ বৃষ্টিতে ভিজবেন না । হাইড্রোজেন পার অক্সাইড একটি অম্লধর্মী অক্সাইড বিধায় দূষিত বাতাসের সাথে বৃষ্টির পানি মিশে এসিড বৃষ্টির সম্ভাবনা আছে । তাই যতদূর সম্ভব বৃষ্টি এড়িয়ে চলুন । '

 

সেই মন্তব্যের বিরুদ্ধে ''আল রাজি কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড'' এর প্রোডাকশন অফিসার (হাইড্রোজেন পারঅক্সাইড প্ল্যান্ট) পল্লব আচার্য্য বলেন, 'H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড এর কারনে এসিড বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। গুজব ছড়াবেন না । বায়ুতে বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত সালফার ডাই - অক্সাইড , নাইট্রোজেন ডাই - অক্সাইড , সালফিউরিক এসিড বাষ্প বেশি থাকলে , বৃষ্টির সময় ঐ এসিড বাষ্প পানির সাথে যুক্ত হয়ে কেবলমাত্র এসিড বৃষ্টির সৃষ্টি করে । হাইড্রোজেন পারক্সাইডে এসিড বৃষ্টি সৃষ্টিকারী কোনো উপাদানই নাই । ১৫০+ ডিগ্রী তাপমাত্রায় শুধুমাত্র এটা ডিকম্পোজ হয় , ডিকম্পোজড হলে এটার রাসায়নিক বন্ধন ভেঙে অক্সিজেন মুক্ত হয়ে অগ্নিকান্ডে সহায়তা করে মাত্র । সুতরাং পারক্সাইডের কারনে এসিড বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই ।'

 

পল্লব আচার্য্য হচ্ছেন আল রাজি কেমিকাল কমপ্লেক্স লিমিটেড এর হাইড্রোজেন প্ল্যান্টের প্রোডাকশন অফিসার। তিনি চবি এর কেমিস্ট্রি থেকে পড়েছেন।

 

আলোচিত সীতাকুন্ড ট্যাজিডিতে আল রাজি কেমিক্যাল এর হাইড্রোজেন পারঅক্সাইডের ক্যানগুলো থেকে আগুনের সূত্রপাত বলে অনেকের দাবি।

 

একুশে সংবাদকম/র.শ.জা.হা

Link copied!