বগুড়ার ধুনট উপজেলায় বেসরকারি সংস্থা টিএমএসএস’র উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় কৈশোর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ৩টার দিকে উপজেলার মাঠপাড়া গ্রামে মূল্যবোধ উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ডের আওতায় কিশোর ও কিশোরী ক্লাবের ৬০ জন সদস্যের হাতে মাস্ক, পরিচ্ছন্নতা সামগ্রী ও ৩টি করে চারাগাছ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। সমাজসেবক ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন টিএমএসএস বগুড়া দক্ষিণ জোন প্রধান হানজালাল রহমান, সহকারী প্রকল্প সমন্বয়কারী আব্দুর রশিদ, বদরুল আলম বিথু, মেহেদি হাসান, মাঝিরা অঞ্চল প্রধান হাবিবুর রহমান, ধুনট অঞ্চলের প্রোগ্রাম অফিসার মেরিনা জামান, মাঠপাড়া কিশোর ও কিশোরী ক্লাবের দলনেতা বন্যা আকতার ও জাহিদুল ইসলমা প্রমুখ।
একুশে সংবাদ/এআরএম



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

