কিশোরগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম শরীফ (৪০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) সকালে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম শরীফ বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।
কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকালে শরীফুল ইসলাম যাত্রীবিহীন সিএনজি নিয়ে কটিয়াদী থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে মাইজহাটি এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় সিএনজি ও ট্রাক জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে যায়। তবে সিএনজিতে যাত্রী না থাকায় অন্য কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে