AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএসএ‍‍` কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩২ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৩

বিএসএ‍‍` কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভোটার ও প্রার্থীর সমন্বয়ে বীজ ব্যবসায়ীদের সংগঠন ‍‍`বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ) কার্যনির্বাহী কমিটির ২০২৩-২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে আগত বীজ ব্যাবসায়ীদের আগমনে জমে উঠেছে নির্বাচন কেন্দ্র।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) কমপ্লেক্স কনভেনশন হল- ১ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টা থেকে বিকেল ৪ পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে দুটি প্যানেলে ১০ জন করে ২০ জন প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই জন মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার সংখ্যা ৪৩৫ জন।

নির্বাচনে জাতীয় বীজ ব্যবসায়ী পরিষদে মোঃ আব্দুল মালেক, লুৎফর রহমান লিটন, মোঃ রুহুল আমিন, মোঃ বেনিয়াত হোসেন, মোঃ আবুল খায়ের মুন্সী, ফকরুল ইসলাম, মোহাম্মদ ফয়জুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, সারমিন আক্তার ও তরুণ কুমার দত্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।

বীজ ব্যবসায়ী ঐক্য পরিষদে শেখ আব্দুল হালিম, মোঃ ইমরান হোসেন ইমন, মোঃ ফজলুল হক, মোঃ হাবিবুর রহমান, মোঃ আলমগীর রাড়ী, মোঃ সফিক ভূইয়া, জসিম উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আব্দুল জলিল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইজন মোঃ ফজলুল করিম ও মোঃ আসরাফ উদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সময় একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোটারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটাই আমাদের প্রত্যাশা। আমরা প্রার্থীরা সবাই ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই এসোসিয়েশনের উন্নয়নে কাজ করব।

ভোটাররা বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের খুব কাছের মানুষ। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই এসোসিয়েশনের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। এসোসিয়েশনের সকল সদস্যের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

নির্বাচন কমিশনার হাফেজ হারুনুর রশীদ বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।


একুশে সংবাদ/রাফি/বাবু/জাহা 

Shwapno
Link copied!