AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হযরত শাহ্ আলী গার্লস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নির্বাচন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৮ পিএম, ১ জুন, ২০২৩
হযরত শাহ্ আলী গার্লস শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নির্বাচন

হযরত শাহ্ আলী গার্লস স্কুল এন্ড কলেজ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার  (১ জুন) সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

 

নির্বাচনে দুটি প্যানেলে, ছয়টি পদে, ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩৭০ জন।

 

খান মো: শাহরিয়ার-লিটন আহমেদ লিটু-মো: আলী হোসেইন পরিষদে সভাপতি পদে খান মো: শাহরিয়ার, সহ-সভাপতি পদে লিটন আহমেদ লিটু, সম্পাদক পদে মোঃ আলী হোসেইন, যুগ্ন সম্পাদক পদে মামুন-অর- রশিদ বাপ্পি, কোষাধ্যাক্ষ পদে মোঃ মাহমুদুর রহমান। পরিচালক পদে মোঃ হাফিজুর রহমান (তুহিন), মো: মাহবুবুর রহমান (মামুন), মোঃ নোয়াব মিয়া সরকার, আশরাফুল ইসলাম রবিন, মোঃ ফারুক হোসেন (কুব্বাত), মোঃ নাহারুল ইসলাম, মোঃ মোস্তাক রেজা খাঁন।

 

সৈয়দ মোঃ জামশেদ হোসেন- এস. এম. আরিফুল হক পিরু- আ: রাজ্জাক পরিষদে সভাপতি পদে সৈয়দ মোঃ জামশেদ হোসেন, সহ-সভাপতি পদে এস. এম. আরিফুল হক পিরু, সম্পাদক পদে আ: রাজ্জাক, যুগ্ন- সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোঃ একরাম হোসেন পুতুল। পরিচালক পদে মোঃ জাবেদ হোসেন, মো: শাহাদাৎ হোসেন, সায়মন কাজী রবিন, মোঃ চুন্নু মিয়া, মোঃ জহিরুল ইসলাম মিজি, মোঃ হাফিজুর রহমান (সেলিম), মোঃ আরশেদ আলী রাজু।

 

নির্বাচন চলাকালীন সময়ে প্রার্থীরা বলেন, উৎসব মুখর পরিবেশে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের মিলন মেলা। সবার সাথে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। নির্বাচন কমিশনার নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন। আমরা সবাই ভাই ভাই। যেই জয়ী হবে, তাকে ফুলের মালা গলায় দিয়ে বরন করে এই সমিতির উন্নয়নে কাজ করব।

 

ভোটাররা বলেন, খুবই সুষ্ঠ সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমদের খুবই কাছের মানুষ। নির্বাচনে তো সকলকে জয়ী করতে পারবো না, তবে যেই জয়ী হবে, সে সকলকে নিয়ে এই সমিতির উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতি সকল সদস্যের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

 

নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠ নির্বাচন পরিচালনা করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীদের বা ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।

 

একুশে সংবাদ.কম/রাফি/বাবু/বিএস

Link copied!