AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১৫ এএম, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনের ভোটও অনুষ্ঠিত হচ্ছে।

এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৭৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিভিন্ন পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী।

ভোটগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১০টি ছাত্রী হল এবং ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও সমান সংখ্যক সহকারী পোলিং কর্মকর্তা।

ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন। ভোট গণনায় ব্যবহার করা হবে বিশেষ ওএমআর মেশিন।

প্রার্থীদের মধ্যে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ তুলনামূলকভাবে কম। জাকসুর প্রার্থীর প্রায় ২৫ শতাংশ নারী হলেও ভিপি পদে কোনো নারী প্রার্থী নেই। জিএস পদে ১৫ জন প্রার্থীর মধ্যে ২ জন নারী। চারটি পদে কোনো নারী প্রার্থী নেই। হল সংসদেও একই চিত্র— সব মিলিয়ে নারী প্রার্থীর সংখ্যা ২৪ দশমিক ৪ শতাংশ। এমনকি ছাত্রী হলের পাঁচটিতে ১৫টি পদে কোনো প্রার্থীই নেই।

নির্বাচনে বাম, ছাত্রদল, শিবির, স্বতন্ত্র ও অন্যান্য মিলে মোট আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এবং জিএস পদে লড়ছেন তানজিলা হোসেন বৈশাখী। বাগাছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে নেতৃত্ব দিচ্ছেন আরিফুজ্জামান উজ্জ্বল ও আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলে ভিপি পদে আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে মো. শাকিল আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট ভিপি পদে আরিফুল্লাহ আদিব এবং জিএস পদে মাজহারুল ইসলামকে প্রার্থী করেছে।

অন্যদিকে সম্প্রীতির ঐক্য প্যানেলে জিএস পদে শরণ এহসান, যুগ্ম সম্পাদক (পুরুষ) পদে নুর এ তামীম স্রোত এবং যুগ্ম সম্পাদক (নারী) পদে ফারিয়া জামান নিকি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জন আদালতের নির্দেশে প্রার্থিতা থেকে সরে গেছেন।

ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট সমর্থিত সংশপ্তক পর্যদ জিএস পদে জাহিদুল ইসলাম ঈমন এবং যুগ্ম সম্পাদক (নারী) পদে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌসকে প্রার্থী করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!