AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বশেমুরবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন


Ekushey Sangbad
মোঃ সায়েম উদ্দিন মুসা, বশেমুরবিপ্রবি
০৮:১০ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৩

বশেমুরবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

 

 বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বাণী অর্চনার মধ্য দিয়ে পূজা উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এবং মার্কেটিং, সমাজবিজ্ঞান, কৃষি ও মনোবিজ্ঞান বিভাগের নিজ উদ্যাগে পূজা ও বন্দনা শুরু হয়। পূজা শেষে দুপুর ১টায় প্রসাদ বিতরণের করা হয়।

 বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. শ্রী সমীর চন্দ্র রায় এবং মন্দির কমিটির সভাপতি রসায়ন বিভাগের প্রফেসর শ্রী পার্থ সারথী রায়ের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক শ্রী ড. নিশীত কুমার, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শ্রী তাপস বালা, আইন বিভাগের প্রভাষক শ্রী চয়ন চাকী, বাংলা বিভাগের প্রভাষক তন্বী সাহা সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তিনি বলেন, আগামী বছর থেকে সব বিভাগের নিজ উদ্যাগে মাঠে বড় আকারে সরস্বতী পূজো পালন করা হবে, এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সার্বিক সাহায্য সহযোগিতা প্রদান করা হবে। সবশেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় পূজোর কার্যক্রম।

একুশে সংবাদ.কম/সা.উ.মু.প্রতি/বি.এস

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!