AB Bank
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি অচল করে দেওয়ার হুমকি ঠিকাদারদের


ইবি অচল করে দেওয়ার হুমকি ঠিকাদারদের

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সী শহিদ উদ্দিন মো. তারেক ও পরিকল্পনা উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এইচ এম আলী হাসান বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে ইবি ঠিকাদার সমিতি। 

রোববার (১৯জুন) বেলা ১২ টায় প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ অভিযোগ তুলেন তারা। এসময় তারা দাবি মেনে না নিলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দেন। একইসাথে আগামীকাল সোমবার প্রকৌশল অফিস ঘেরাও করার ঘোষণা দেন তারা। ঠিকাদার শারাফাত আলী মানবন্ধনটির সঞ্চালনা করেন।

মাবনবন্ধনে ঠিকাদার রেজাউল করিম খান বলেন, ‘আমাদের বাপ দাদার জায়গায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে বাইরের ঠিকাদারদের কাজ দিয়ে আমাদের পেটে লাথি মারা হচ্ছে। বর্তমান দুর্নীতিবাজ প্রধান প্রকৌশলী প্রশাসনকে ভুল বুঝিয়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে চলেছে। প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বিষয়টা যদি আমলে না নেন তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।’

এ বিষয়ে প্রধান প্রকৌশলী মুন্সী শহিদ উদ্দিন মো. তারেক বলেন, ‘এ বিষয়ে তারা বেআইনিভাবে কাজ করার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আইনের বাইরে গিয়ে কাজ দিতে নারাজ।এজন্য তারা বেপরোয়া হয়ে উঠেছে। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করি তাই তারা আমার উপর এসব অভিযোগ করছে।’
 

 

এস.আই/আ.হো/এস.আই

Link copied!