AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০১ জুন, ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

উল্লাপাড়ায় বোরো ধান জমিতে আলোক ফাঁদ


উল্লাপাড়ায় বোরো ধান জমিতে আলোক ফাঁদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আবাদী মাঠের বোরো ( ইরি) ধান ফসলের ক্ষতিকর পোকা সনাক্তকরণে কৃষি বিভাগ থেকে আলোক ফাঁদ পাতা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৩ টি ব্লকে এক রাতে মাঠে ধান জমিতে পাতা হয়েছে আলোক ফাঁদ।

 

সদর উল্লাপাড়া ইউনিয়নের বাখুয়া মাঠে এক কৃষকের জমিতে আলোক ফাদ পাতা কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী ও তার বিভাগের কজন উপ সহকারী কৃষি কর্মকর্তা।

 

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী প্রতিবেদককে বলেন, বোরো ধান ফসলে বিভিন্ন পোকা ঘুরে বেড়ায়। এরা পাতায় বসে। সব পোকা ক্ষতিকর নয়। এখন সব মাঠেই বছরের প্রধান আবাদের বোরো ধান ফসল। বেশীর ভাগ মাঠের ধান ফসল এখন কাইচ থোড় । বিভিন্ন মাঠে পাতা আলোক ফাদের থাকা ক্ষতিকর পোকা সপ্তাহের একদিন প্রতি সোমবারে তার বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ চিহ্নিত করবেন। এর পর সে মোতাবেক কৃষকদেরকে ধান ফসলে সঠিক ঔষধ ব্যবহারের বিষয় জানাবেন।

 

তিনি আরো বলেন কৃষকেরা ফসলের ক্ষতি ও উপকার করে এসব পোকা সহজে চিহ্নিত করতে পারেন না। কৃষকদের অনেকেই পোকায় ফসল নষ্ট করবে কিংবা করছে ভেবে কীটনাশক ঔষধ ব্যবহার করেন। এতে আবাদে খরচ বেশী আর ফসলের ক্ষতি হয়ে থাকে।

 

আলোক ফাঁদে ক্ষতিকর পোকা সনাক্তকরণে উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ গুরুত্বপূর্ণ মূল ভূমিকা রাখছেন।

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

 1. ০৯:৪৪ পিএম, ১৫ এপ্রিল, ২০২৩ একুশে সংবাদ.কম এর প্রতিবেদনে নিজ বাড়ি ঠাঁই পেলেন ফরিদ আলী
 2. ০৬:০০ পিএম, ৬ এপ্রিল, ২০২৩ ট্রেনের ডিজিটাল টিকেট সেবা থেকে বঞ্চিত জামতৈল স্টেশনের যাত্রীরা
 3. ০৩:৩৫ পিএম, ৫ এপ্রিল, ২০২৩ উল্লাপাড়ায় ১৫৬ পরিবার পেলেন কৃষি উপকরণাদি
 4. ০২:২৩ পিএম, ৫ এপ্রিল, ২০২৩ উল্লাপাড়ায় এলজিইডি থেকে নির্মাণ হচ্ছে ৮ সেতু
 5. ০৩:৩২ পিএম, ৩ এপ্রিল, ২০২৩ আশি লাখ টাকার ভবনে তিন বছরেও পুরোপুরি ক্লাস চালু হয়নি
 6. ০৫:৪৭ পিএম, ৩১ মার্চ, ২০২৩ প্লাস্টিক পণ্যের দাপটে শীতল পাটি শিল্পের অচলাবস্থা
 7. ০৫:১১ পিএম, ২৯ মার্চ, ২০২৩ বিটিসিএলের অফিসটিতে কর্মদিবসে পতাকা উত্তোলন হয় না
 8. ০৪:৩৫ পিএম, ২৮ মার্চ, ২০২৩ উল্লাপাড়ায় তিন পয়েন্ট থেকে বিলবোর্ড অপসারণ
 9. ০৪:১১ পিএম, ২৮ মার্চ, ২০২৩ কামারখন্দে দুই বিদ্যালয়ের মাঝখানে ব্যস্ত সড়ক, ঝুঁকিতে কোমলমতি শিশুরা
 10. ০৭:২৭ পিএম, ২৭ মার্চ, ২০২৩ কামারখন্দে ভেড়াসহ চোরচক্র আটক
 11. ০৭:০৪ পিএম, ২৭ মার্চ, ২০২৩ কামারখন্দে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে আড়াই লাখ টাকা
 12. ০৩:০৪ পিএম, ২৭ মার্চ, ২০২৩ উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় আউশ ধান ও পাট বীজ বিতরণ
 13. ০২:০৪ পিএম, ২৭ মার্চ, ২০২৩ পাকা সড়কে অটো ভ্যান, ট্রাফিক পুলিশ দেখেই ভো দৌড়
 14. ০৬:৫১ পিএম, ২৫ মার্চ, ২০২৩ সিরাজগঞ্জে মার্কেটে আগুন, ৬০ লাখ টাকার ক্ষতি
 15. ০৪:২৬ পিএম, ২৪ মার্চ, ২০২৩ উল্লাপাড়ায় বোরো ধান জমিতে আলোক ফাঁদ