AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সহজ ৭ উপায়ে ঝরিয়ে ফেলুন ক্যালোরি


Ekushey Sangbad

০৫:৪৯ পিএম, সেপ্টেম্বর ১০, ২০২০
সহজ ৭ উপায়ে ঝরিয়ে ফেলুন ক্যালোরি

একুশে সংবাদ: মানুষ এখন অনেক বেশী স্বাস্থ্য সচেতন।অনেকেই এখন দিনে ক্যালোরি গ্রহণ ও খরচের হিসাবটা কষেন বেশ জড়ালো ভাবেই।আবার কী করলে দ্রুত ক্যালোরি খরচ হবে, তা নিয়েও ভাবনা কমতি নেই। প্রত্যেকটি কাজেই শক্তির প্রয়োজন।আর এতেই খরচ হয় শরীরের কিছুটা করে ক্যালোরি। শরীরচর্চা করার অর্থই হলো শরীরের অতিরিক্ত ক্যালোরি খরচ করা যাতে শরীরে ফ্যাট বাসা বাঁধতে না পারে। ব্যস্ত জীবনে অনেকেরই সময় হয় না আলাদা করে শরীরচর্চা করার। সেক্ষেত্রে ক্যালোরি খরচ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েন অনেকে। তবে মজার ব্যাপার হলো, এমনকিছু সহজ কৌশল আছে যা মেনে চললে ক্যালোরি খরচ হবে সহজেই। এমনটাই প্রকাশ করেছে বোল্ডস্কাই। চলুন তবে জেনে নেয়া যাক- মেসেজের গুণ ঠিক পড়েছেন! আপনি যে সারাক্ষণ ফোনে মেসেজিং করে যাচ্ছেন, তারও কিন্তু উপকারিতা রয়েছে। ক্রমাগত মেসেজ টাইপ করতে থাকলে ঘন্টায় ৪০ ক্যালোরি খরচ করা সম্ভব হয়। চুইংগাম চুইংগাম খাওয়া নিয়ে নানাজনের নানা মত। কেউ বলে থাকেন, দাঁতের জন্য এটি ক্ষতিকর। আবার কেউ বলেন, এটি মুখের ব্যায়ামে সাহায্য করে। আপনার যদি নিয়মিত চুইংগাম চিবানোর অভ্যাস থাকে, তবে আর চিন্তা নেই। চুইংগাম চিবোলে ঘণ্টায় ১১ ক্যালোরি খরচ হতে পারে। জাদু কি ঝপ্পি জনপ্রিয় বলিউড ছবি মুন্নাভাই-এ একটি শব্দ ছিল জাদু কি ঝপ্পি। অর্খাৎ জড়িয়ে ধরা। জাদুই বটে, নিজের সবচেয়ে কাছের মানুষটিকে ৬০ মিনিট জড়িয়ে ধরে রাখতে পারলে ৬০ ক্যালরি পর্যন্ত খরচ করা সম্ভব। পোষ্যভ্রমণ প্রাণি পোষা ভালো একটি গুণ। এদিকে এটি কিন্তু আপনার জন্য উপকারীও। বাড়ির পোষা প্রাণিটিকে বিকেলে ও সকালে ঘোরাতে নিয়ে যাওয়ার সময় আপনার ঘণ্টা প্রতি ২০০ ক্যালোরি খরচ করা সম্ভব। এই তথ্য কি জানা ছিল? ঘোরাঘুরি ঘুরতে ভালোবাসেন না, এমন মানুষ খুব কমই আছে। সমীক্ষায় দেখা গেছে, যারা দিনভর ঘুরে কাজ করেন তাদের ক্যালোরি খরচের পরিমাণ যারা বসে কাজ করেন তাদের চেয়ে ২৫ শতাংশ বেশি। শপিং শপিং করতে গেলে শুধু টাকাই খরচ হয় না, সেইসঙ্গে খরচ হয় ক্যালোরিও। আপনি শপিং করতে গেলে খেয়াল রাখবেন শপিং ট্রলি ৩০ মিনিট ঠেলতে পারলে অতি সহজেই ১০০ ক্যালোরি পর্যন্ত আপনি কমাতে পারবেন। নাচানাচি এমন নয় যে, আপনাকে পেশাদার নৃত্যশিল্পী হতে হবে! যেমন পারুন, তেমনটাই নাচুন। প্রতিদিন ১৫ মিনিট নাচে আপনি ৭৫ ক্যালোরি পর্যন্ত খরচ করতে পারবেন। একুশে সংবাদ/তাশা/গো/১০/০৯/২০২০
Link copied!