AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘অ্যাংরি ইন্ডিয়ান গডেসেস’ ২য় সেরা ছিব খেতাব পেল টরেন্টোয়


Ekushey Sangbad

১২:১৮ পিএম, সেপ্টেম্বর ২২, ২০১৫
‘অ্যাংরি ইন্ডিয়ান গডেসেস’ ২য় সেরা ছিব খেতাব পেল টরেন্টোয়

একুশে সংবাদ : ভারতীয় পরিচালক পন নলিনের ‘অ্যংরি ইন্ডিয়ান গডেসেস’ বাজিমাত করল টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে৷চলচ্চিত্র দুনিয়ার সমীহ জাগানো এই উৎসবে দ্বিতীয় সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে তাঁর ছবি৷ টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যীলের এবারে ৪০-এ পা৷ নারীকেন্দ্রিক এ ছবিতে মূখ্য চরিত্রে আছেন ৭ জন অভিনেত্রী৷ ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেত্রী সন্ধ্যা মৃদুল ও রাজশ্রী দেশপান্ডে৷ পিপলস চয়েস বিভাগে দ্বিতীয় সেরার সম্মান ঘোষমার সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন দুই অবিনেত্রী৷সন্ধ্যা জানিয়েছেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না৷ গোয়া ও মুম্বইয়ে হয়েছে ছবির অধিকাংশ অংশের শুটিং৷ রাজশ্রী জানিয়েছেন, খুব মজা করেতাঁরা এই কাজটি করেছিলেন৷ টরোন্টোর স্বীকৃতি যেমন ভালোলাগার, তেমনই তাঁর আশা, ভারতীয় দর্শকদেরও ভাল লাগবে এ ছবি৷ ভারতে অবশ্য এখনও এ ছবি মুক্তি পায়নি৷ অভিনেত্রীরা মজা করে কাজ করলেও, এ ছবি নেহাতই মজার নয়৷ বরং মজার আড়ালেই সামাজিক সমস্যার বীজগুলি ধরিয়ে দিয়েছেন পরিচালক৷ সেই মুনসিয়ানাই তাঁকে খেতাব এনে দিল টরোন্টোর চলচ্চিত্র উৎসব থেকে৷     একুশে সংবাদ ডটকম/এসএস/২২.০৯.২০১৫
Link copied!