AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে ২৫ ফুট নিচে পড়ল বাস


Ekushey Sangbad

০৭:৪২ পিএম, মার্চ ১৪, ২০২০
গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে ২৫ ফুট নিচে পড়ল বাস

টাঙ্গাইলের ঘাটাইলে সেতুর উপর দুটি ট্রাক ও একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে ‘বিনিময়’ পরিবহনের একটি বাস ২৫ ফুট নিচে খাদে পড়ে গেছে। এতে ওই বাসে থাকা ২৫ যাত্রী আহত হয়েছেন।

শনিবার বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার নজুনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি মাকুসুদুল আলম বলেন, সেতুর উপর তিনটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে বাসটি নিচে পড়ে যায়। চালককে আটকের চেষ্টা চলছে।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাস ঘাটাইল উপজেলার নজুনবাগ এলাকায় সেতুর কাছে ওভারটেকিং করার সময় সড়কের পাশে ২৫ ফুট নিচে খাদে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দা প্রত্যেক্ষদর্শী কামরুল জানান, বাসটির সামনে দুটি ট্রাক ও একটি বাস ছিল। ওই তিনটি গাড়িকে ওভারটেকিং করার সময় বাসটি খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা আহত কয়েজনকে উদ্ধার করে ঘাটাইল হাসপাতালে পাঠায়। পরে খবর পেয়ে পুলিশ, ও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কালিহাতী ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

ঘাটাইল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাস্তুরা মারজানা বলেন, ২২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এস ক/ক / ১৪.০৩.২০২০

Link copied!