AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইন্টারনেট সংযোগের দাবিতে ইবিতে বিক্ষোভ


Ekushey Sangbad

০৩:৪৪ পিএম, নভেম্বর ২৫, ২০১৯
ইন্টারনেট সংযোগের দাবিতে ইবিতে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলে ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ ও রিডিং রুম চালুর দাবিতে হল অফিসে তালা ও বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা হলের প্রধান ফটকে বিক্ষোভ ও হল অফিসে তালা দেয়। এসময় শিক্ষার্থীরা ‘হই হই রই রই ইন্টারনেটের টাকা কই, হই হই রই রই রিডিং রুম গেল কই’ সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে হল কর্তৃপক্ষ আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়। জানা যায়, গত বছরের ৭ জনুয়ারি উদ্বোধন করা হলেও চলতি বছরের জনুয়ারিতে হলটি চালু হয়। ১০মাস গত হলেও ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি হলটিতে। এছাড়াও শিক্ষার্থীদের পড়া-লোখার জন্য কোন রিডিং রুম নেই এ হলে। ফলে ইন্টারনেট সংযোগ ও রিডিং রুম চালুর দাবিতে সকাল ১১টার দিকে হলের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় শিক্ষার্থীরা ‘হই হই রই রই ইন্টারনেটের টাকা কই, হই হই রই রই রিডিং রুম গেল কই’ সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে হল অফিসে তালা দেয় আবাসিক শিক্ষার্থীরা। এতে হলের কর্মকর্তাসহ কয়েকজন নবীন শিক্ষার্থী প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকে। পরে হল প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেন শিক্ষার্থীদের আশ্বাস দিলে তারা শান্ত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিকতার শর্ত পূরণ করে আমরা হলে উঠেছি। ইন্টারনেট বাবদ টাকা জমা দিয়েছি। হল চালু হওয়ার ১০ মাস পার হলেও এখনো ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি। আমাদের নামে হলে রিডিং রুম থালেও সেই রুমের নাম পরিবর্তন করে হল অফিস বানানো হয়েছে। এবিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন, ‘ইন্টারনেট সংযোগের কাজ চলছে। অগামী দু-এক দিনের মধ্যে শিক্ষার্থীরা ইন্টারনেট সংযোগ পাবে। হলের কাজ অংশিক সম্পন্ন হওয়ায় রিডিং রুম নেই। কাজ সম্পন্ন হলে রিড়িং রুম থাকবে। এস.নাঈম // ২৫.১১.২০১৯
Link copied!