AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাহার চান মোশাররফ


Ekushey Sangbad

০৩:০০ পিএম, নভেম্বর ১০, ২০১৯
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাহার চান মোশাররফ

একুশে সংবাদ: দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে গত ৭ নভেম্বর। এতে নুর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ সিনেমার জন্য ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবে পুরস্কারটি গ্রহণে অনিচ্ছা প্রকাশ করে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন এ তারকা। সংবাদমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে মোশাররফ করিম এসব কথা জানান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের কাছে অনুরোধ করে মোশাররফ করিম বলেন, ‘সম্মানিত জুরি বোর্ডের কাছে আমার অনুরোধ, ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ আমার জন্য বরাদ্দ করা পুরস্কারটা প্রত্যাহার করে নিলে ভালো হয়। না হলে আমার পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘‘সবাইকে অবগত করতে চাই, কৌতুকপূর্ণ বা কমেডি চরিত্র আমার কাছে অন্যসব চরিত্রের মতোই সমান গুরুত্বপূর্ণ। কিন্তু ‘কমলা রকেট’ চলচ্চিত্রে আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি সেটি কোনোভাবেই কমেডি বা কৌতুক চরিত্র নয়। ছবিটির চিত্রনাট্যকার, পরিচালকসহ সহশিল্পীরা নিশ্চয় অবগত আছেন। একইসঙ্গে যারা চলচ্চিত্রটি দেখেছেন তারাও নিশ্চয় উপলব্ধি করেছেন এতে আমার অভিনয় করা ‘মফিজুর’ চরিত্রটি কোনো কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলির একটি।’’ একুশে সংবাদ//ব.ন.র.ন//১০.১১.২০১৯
Link copied!