AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কলকাতায় আইন ভাঙলেই হতে হবে ট্রাফিক পুলিশ!


Ekushey Sangbad

১২:২৪ পিএম, জুলাই ২৭, ২০১৯
কলকাতায় আইন ভাঙলেই হতে হবে ট্রাফিক পুলিশ!

একুশে সংবাদ: ট্রাফিক আইন ভাঙলেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে হবে অপরাধীকে। তবে সেটা চাকরি নয় বরং শাস্তি হিসেবে এটি করতে হবে। এমন নির্দেশ খোদ আদালত দিয়েছে। ১৮ জুলাই আনন্দপুর রোডে ট্রাফিক গার্ডের অফিসার ইন-চার্জ নীলেশ চৌধুরী দেখেন, একটা মোটরবাইকে তিনজন আরোহী যাচ্ছেন। তাদের কারও মাথায় হেলমেট নেই। তিনি এবং পুলিশ ড্রাইভার ইমদাদুল আলি তাদের থামানোর চেষ্টা করেন। কিন্তু বাইকটি পাশ কাটিয়ে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় ইমদাদুলের হাতে লাগে। তা ছাড়া এক পথচারীকেও ধাক্কা দেয় বাইকটি। কিন্তু শেষরক্ষা হয়নি। চৌবাগার কাছে হেরিটেজ কলেজের সামনে বাইকটিকে ধরে ফেলে পুলিশ। বাইকের পেছনে বসে থাকা দুইজন পালিয়ে গেলেও পালাতে পারেননি চালক। তার নাম বিক্রান্ত সিং। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বিক্রান্ত মাদুরদহের বাসিন্দা। তাকে গ্রেফতার করে ট্রাফিক পুলিশ। পরে তাকে আদলতে তোলা হলে এক অভিনব নির্দেশ দেন বিচারক। বলেন, বিক্রান্তকে জামিন দেওয়া হবে, তবে তা একটা শর্তে। প্রতি সপ্তাহে তিন দিন রুবি ক্রসিংয়ের কাছে ট্রাফিক গার্ডে এসে তাকে হাজিরা দিতে হবে। এমনকি ওই তিন দিন তিন ঘণ্টা করে ট্রাফিক সামলানোর কাজও করতে হবে তাকে। ভারতীয় গণমাধ্যম বলছে, শুধু বিক্রান্ত নন, একইভাবে ট্রাফিক নিয়ম ভেঙে ধরা পড়া সরশুনার বাসিন্দা শিবেন্দু সিং কিংবা বিশ্বজিৎ মণ্ডল, প্রতিম পাইকদেরকেও একইভাবে জামিন দিয়েছে আদালত। একুশে সংবাদ//ব.প.র.ন//২৭.০৭.২০১৯
Link copied!