AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মঞ্চ মাতালেন নোবেল-সানা খান-আনিকা


Ekushey Sangbad

০৩:৫১ পিএম, জুলাই ২০, ২০১৯
মঞ্চ মাতালেন নোবেল-সানা খান-আনিকা

একুশে সংবাদ: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রী হলে দুই বাংলার শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় জমকালো মিউজিক্যাল কনসার্টের। অনুষ্ঠানের প্রধান চমক ছিলেন ভারতের ‘আশিকি ২’ সিনেমার ‘শুন রাহা হ্যায়’ খ্যাত শিল্পী এই অঙ্কিত তিওয়ারি ও বলিউড তারকা সানা খান।কিন্তু অনুষ্ঠানে বিগবস খ্যাত তারকা সানা খান পারফর্ম করলেও আসেননি অঙ্কিত। রাত সাড়ে ৮টায় অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়।শুরুতে এক উদীয়মান শিল্পী দুই-তিনটি গান করেন।এরপর তাসনিম আনিকা এসে তার মৌলিক গানসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার জনপ্রিয় উর্দু গান ‘দামা দম মাস্ত কালান্দার’ এবং ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গেয়ে দর্শক-শ্রোতাদের গানে মনোনিবেশ করান। ভারতের সানা খান ও তার দল আনিকার পরিবেশনা পরে মঞ্চে আসেন।সানা তার দল নিয়ে গানের তালে নাচের পরিবেশনা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন। তাদের পরে অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে উঠেন নোবেল।শুরু করেন আইয়ুব বাচ্চুর গান ‘সেই তুমি’ দিয়ে।এই গানের পরে আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো, গাইতে দেখো’ কণ্ঠে তুলেন নোবেল।এরপর জেমসের ‘তারার তারায় রটিয়ে দেবো’ গেয়ে গানপ্রেমীদের আনন্দে মাতান তিনি। নোবেলের গান গাওয়া শেষে এটিএন ইভেন্টসের ডিরেক্টর মাসুদুর রহমান, সানগ্লো এন্টারটেইনমেন্টের ডিরেক্টর মির্জা সাজিদ অঙ্কিত তিওয়ারি অনুষ্ঠানে হাজির না হওয়ার দর্শকদের কাছে মঞ্চে এসে দুঃখ প্রকাশ করেন। এটিএন ইভেন্টসের ডিরেক্টর মাসুদুর রহমান বলেন, অঙ্কিতের সঙ্গে সব কথাবার্তা চূড়ান্ত হয়েছিল আমাদের।আমরা তার সম্মানীও পরিশোধ করেছি।হঠাৎ করেই মুড ভালো নেই বলে উনি আমাদের শোতে আসবেন না বলে জানান।আপনারা সানা খানের পারফরমেন্সের পাশাপাশি নোবেলের ও আনিকার গান উপভোগ করেছেন।যেহেতু অঙ্কিত আসার কথা বলেও আসেননি, টিকিটে আমাদের অফিসের ফোন নম্বর দেওয়া আছে।কেউ টিকিটের মূল্য ফেরত চাইলে, আমরা সেটা ফেরত দিব। একুশে সংবাদ // এস.পি.এই // ২০.০৭.২০১৯
Link copied!