AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কবি আল মাহমুদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন


Ekushey Sangbad

০৪:১১ পিএম, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
কবি আল মাহমুদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন

একুশে সংবাদ : কবি আল মাহমুদকে জাতীয় প্রেস ক্লাবে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শনিবার দুপুর ১২টার পর কবির মরদেহ নেয়া হয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। সেখানে কবি, সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ কবির প্রতি শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে প্রেস ক্লাব প্রাঙ্গণে কবির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কবির মরদেহ বাংলা একাডেমিতে নেওয়া হয়। সেখানে কবিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন কবি, সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ। বাংলা একাডেমীতে কবির মরদেহ আনার পর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। এ সময় কবি নুরুল হুদা, কবি আব্দুল হাই শিকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে কবির মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কবির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে, কবি আল মাহমুদের মরদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়ার অনুমতি না পাওয়া নিয়ে ক্ষোভ জানান গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার। প্লেস ক্লাব প্রাঙ্গণে কবির সন্তান মীর মোহাম্মদ মনির বলেন, বার্ধক্যজনিত কারণে বাবাকে ৯ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে না ফেরার দেশে চলে যান। উনার ইচ্ছা ছিল শুক্রবারে মৃত্যুবরণ করবেন। আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছেন। ‘বাবা নিজের অজান্তেও কোনো ভুল করে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা দোয়া করবেন, যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন।’ একুশে সংবাদ // এস.ক.ক // ১৬.০২.২০১৯
Link copied!