AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০৩০ সালের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জিত হবে : মেনন


Ekushey Sangbad

০৭:৪৭ পিএম, অক্টোবর ১৭, ২০১৮
২০৩০ সালের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জিত হবে : মেনন

একুশে সংবাদ : সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকারের সঠিক পরিকল্পনায় এখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় অনেক বৃদ্ধি পেয়েছে, বেড়েছে জিডিপিতে প্রবৃদ্ধির হারও। বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এখন পদ্মাসেতু করছে। দেশ এভাবে এগিয়ে যেতে থাকলে ২০৩০ সালের মধ্যেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ কেমিস্ট্রি সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ আয়োজিত ১৭-১৯ অক্টোবর পর্যন্ত ৩ দিনব্যাপী ‘বাংলাদেশ কেমিকেল কংগ্রেস ২০১৮’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ঝুঁকিতে থাকা প্রসঙ্গে মেনন বলেন, ‘আমরা আমাদের কারণে প্রাকৃতিক বিপর্যয়ে পড়ি না। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের মতো নিম্নাঞ্চলের দেশগুলোতে বন্যা, খরা, ঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে যে পরিমাণ ক্ষতি হয় তার জন্য আমেরিকাসহ পশ্চিমা উন্নত দেশগুলো দায়ী। তাদের নিজেদের উন্নয়ন প্রতিযোগিতার কারণে আমাদের মতো নিচু দেশগুলোর ক্ষতির বিষয়টি তারা নিজেরাও অবগত আছে। কিন্তু এ বিষয়ে তারা কোনো উদ্যোগ না নিয়ে নিশ্চুপ বসে আছে। কাজেই আমেরিকাসহ অন্যান্য উন্নত বিশ্বের অতিদ্রুত পারমাণবিক অস্ত্র বিলুপ্ত করার পাশাপাশি বাতাসে কার্বন ডাই অক্সাসাইড, মিথেন ও ক্লোরোফ্লোরো গ্যাসের ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পদক্ষেপ নেয়া উচিত।’ পরে মন্ত্রী কর্মশালার মূল বিষয়বস্তু কেমিস্ট্রি ফর গ্রিন লিভিংয়ের তাৎপর্য তুলে ধরেন এবং কেমিস্ট্রির মাধ্যমে চিকিৎসাসহ সকল ক্ষেত্রে সকলকে এগিয়ে এসে নতুন কিছু আবিষ্কারে মনোনিবেশ করার আহ্বান জানান। বাংলাদেশ কেমিকেল সোসাইটির সভাপতি মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কর্মশালার পৃষ্ঠপোষক প্রফেসর ড. নাসরিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আজিজুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ প্রমুখ। একুশে সংবাদ // এস,পি.এই // ১৭.১০.২০১৮
Link copied!