AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনাসহ আটক ১


Ekushey Sangbad

১২:০৩ পিএম, অক্টোবর ১৫, ২০১৮
শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনাসহ আটক ১

একুশে সংবাদ : রাজধানীর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি স্বর্ণসহ চীনা বংশোদ্ভূত এক মালয়েশীয় নাগরিককে আটক করেছে কাস্টম হাউস। আটককৃত ব্যক্তির নাম চ্যান গি কিয়ং (৪৭)। সোমবার সকালে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, রোববার রাত ১০টার দিকে সাতটি সোনার বারসহ ওই যাত্রীকে আটক করা হয়। প্রতিটি সোনার বারের ওজন এক কেজি। আটক মোট সোনার আনুমানিক দাম প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। অথেলো চৌধুরী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। এ সময় বিমানবন্দরের ১১ নম্বর বোর্ডিং ব্রিজে থাকা মালিন্দো এয়ারে করে চ্যান গি কিয়ং আসেন। ওই যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাকে শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তা অস্বীকার করেন। তার কাছে কোনো ব্যাগ বা ঘোষণাপত্র পাওয়া যায়নি। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে চ্যান গি কিয়ংয়ের দেহ তল্লাশি করা হয়। তার শার্টের নিচে থাকা স্যান্ডো গেঞ্জির ভিতরে ভিন্ন ধাঁচের একটি জ্যাকেট পাওয়া যায়। জ্যাকেটের মধ্যে সাতটি ছোট ছোট পকেট থেকে কার্বন পেপারে মোড়ানো হলুদ স্কচটেপে প্যাঁচানো সাতটি সোনার বার উদ্ধার করা হয়। ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। একুশে সংবাদ // এস. অালো // ১৫.১০.২০১৮
Link copied!