AB Bank
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরে শ্রমিকদের অবরোধ-যানচলাচল বন্ধ


Ekushey Sangbad

০৪:১২ পিএম, সেপ্টেম্বর ২৩, ২০১৮
গাজীপুরে  শ্রমিকদের অবরোধ-যানচলাচল বন্ধ

একুশে সংবাদ : গাজীপুর মহানগরীর ডেকেরচালা এলাকায় নিট অ্যান্ড নিটেক্স গার্মেন্ট'র শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। আজ রবিবার সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে শতশত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।সকাল ১০টা থেকে এ অবরোধ শুরু হয়। শ্রমিকরা বলেন, গত কোরবানির ঈদের সময় কারখানার শ্রমিকদের আগস্ট মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হয়। বাকি অর্ধেক বেতন সেপ্টেম্বর মাসের শুরুতে পরিশোধের কথা থাকলেও এখনো তা দেওয়া হয়নি। মালিক পক্ষ কয়েক দফা তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি। এদিকে শনিবার ওই কারখানার পানি খেয়ে বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদের স্থানীয় তায়েরুনন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। এসব ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে গতকাল শনিবার রাতে কারখানায় বিক্ষোভ ও ভাঙচুর করে। এরই জেরে রবিবার সকালে আটটার দিকে কারখানায় এসে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ১০টার দিকে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এসে বিক্ষোভ করতে থাকে। এ সময় উত্তেজিত শ্রমিকরা ওই মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, ওই কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কর্মরত রয়েছে। তাদের সমর্থনে আশপাশের কয়েকটি কারখানার হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে এসেছে। পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একুশে সংবাদ // এস.ক.ক // ২৩.০৯.২০১৮
Link copied!